Under The Dome (Tv Serie) রিভিউ
Under The Dome (Tv Seri))
হঠাৎ আকাশ থেকে খুব ফোর্স নিয়ে কাচের বাটির মত ইনভিসিবল দেয়াল এক শহরের উপর পড়ল। অদৃশ্য দেয়াল বরাবর যা যেই অবাস্থায় ছিল দুভাগ হয়ে গেলো। চলমান শহর চারপাশে গোলকের মত দু ভাগ হওয়ায় ভিতরের সাথে বাহিরের সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভেতরে আটকা পরে সেখানে বসবাসরত অনেক মানুষ। এমন এক অদৃশ্য দেয়াল যা কিছু ভেদ হয়না ও ভাঙ্গা যায়না। এই ঘটনার কিছুক্ষণ আগে সেই শহরে এক আগন্তুক আসে তাকে দেখা যায় সে একটা কবরে লাশ ফেলে মাটি চাপা দিয়ে তার শহরে ফিরে যাচ্ছিলেন। কিন্তু সে অদৃশ্য দেয়ালের মাঝে আটকা পরেন। এই আগন্তুকই হয়ে যায় সিরিজের প্রধান চরিত্র। এক ডাক্তার নিরুদ্দেশ হয়ে যায়, কাহিনী সামনে আগাতে সেই গায়েব হয়ে যাওয়া ডাক্তারের স্ত্রী হয়ে যায় আগন্তুকের নাইকা। এই নাইকা থাকে সিরিজের প্রাধান জার্নালিস্ট। শহরে ধীরে ধীরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় খাদ্য ও বিদ্যুৎ বিভ্রাট নিয়ে। নির্দিষ্ট কিছু মানুষ অদৃশ্য দেয়ালের ভিতরে কিছুক্ষণ পর পর অজ্ঞান হয়ে পরে। অনেকটা Percy Jackson মুভি টাইপের টিন এজাররা বনের মধ্যে অদ্ভুত এক জিনিস পায়। এই জিনিসটা রিলেটেড থাকে কাচের অদৃশ্য অভেদক সেই দেয়ালের সাথে। দেয়ালের ভিতরে দু পক্ষ তৈরি হয়। একদল শহরে দাঙ্গা শুরু করে অন্যদিকে পুলিশ মারা যায় তাই শান্তি ফিরিয়ে আনতে পুলিশের সাথে শহরের আরেকদল গঠন হয়। সেই দেশের মিলিটারিরা অদৃশ্য কাচের মত গোলকের বাহিরে বসে শহরের পরিস্থিতি বিরূপ দেখে অস্থির হয়ে যায়, তারা এই অদৃশ্য গোলকের দেয়াল নিউক্লিয়ার অ্যাটমিক বোম দিয়ে উড়িয়ে দেয়ার শিদ্ধান্ত নেয়। এই অদৃশ্য গোলকের দেয়াল কখনো চুম্বক হয়ে যায় টেনে নেয়া শুরু করে শহরের ভেতরের সকল লোহা। পরিস্থিতি হয়ে যায় চরম বিপদগ্রস্ত। অসুস্থর পরিমাণ এতো হয় হাসপাতাল ভরে যায়। অদৃশ্য গোলকের দেয়ালের ভিতরে কখনো নেমে আসে দিনের বেলাতেই রাত, ঝড়ে রক্তের বৃষ্টি, ধান ক্ষেতে আগুন লাগে, আছে অসাধারণ কালারিং করা কল্প কাহিনীর ভিজুয়াল ইফেক্ট, মিলিটারিরা সেই অদৃশ্য গোলকের দেয়ালের ভিতরের শহরের লোকদের কথা চিন্তা না করেই সেই দেয়ালে ফেলে দেয় নিউক্লিয়ার বোমা। এর পরে কি হয় দেখতে ডাউনলোড করুন অথবা নেটফ্লিক্সে দেখে ফেলুন এই রহস্য, সাইন্স ফিকশন, থ্রিল ড্রামাটি। তবে অতি গুরুতর মুভি রিভিউয়ার ও ক্রিটিকসদের এর পিছনে সময় নষ্ট না করাই উত্তম।
স্বাভাবিকভাবে চলতে থাকা আমেরিকার মেয়েইন নামক শহরের চেস্টার'স মিল নামক এক এলাকায় ঘটা শুরু করে এই কাহিনীগুলো। এটি একটি টিভি সিরিজ।
Name: Under the Dome (2013–2015) (Tv-Series) Drama | Mystery | Sci-Fi | Thriller
আন্ডার দ্যা ডোম একটি আমেরিকান কল্পবিজ্ঞান টেলিভিশন ধারাবাহিক (নাটক) যা সিবিএস এ ২৪ শে জুন, ২০১৩ তারিখে প্রচারিত হয়। ধারাবাহিকটি ব্রায়ান কে. ভন দ্বারা ও স্টিফেন কিং এর একই নামের উপন্যাসের উপর ভিত্তি করে রচিত।
সিজন সংখ্যাঃ ৩ টি
প্রতি সিজনে এপিসোডঃ ১৩টি
প্রতি এপিসোড ডিউরেশনঃ ৪৩ মিনিট
IMDb: 6.6/10
Personal: same as IMDb
No comments