Header Ads

Header ADS

Good Newws মুভি রিভিউ

Good Newws মুভি রিভিউ 




সারাক্ষণ স্ত্রীর বাচ্চা নিবো, বাচ্চা নিবো, বাসায় আসো, আমার ওভালুশ্যান পিরিয়ড চলছে! যন্ত্রণায় ত্যাক্ত স্বামী যখন হাতজোড় করে বলে, মাফও চাই দোয়াও চাই, আমার ভেতরটা শুকাইয়া গেসে মেরি মা, অহন ধোঁয়া ছাড়া আর কিছু বের হইবো না! বুঝতে হবে এই মুভির জোকগুলো দারুণভাবে ল্যান্ড করছে। ঠিক যেমনটা প্রায় হিন্দি সিনেমাই ভুল করে, জোর করে হাসানোর চেষ্টা করে। এখানে সংলাপগুলো বাস্তবিক হওয়ায় মজাটা বেশি পেয়েছি। শুধু ২-১ জায়গায় কাজ করেনি, এই যা। অক্ষয়ের রোলটা মনে হচ্ছিলো যেন আয়ুষ্মান খোরানার জন্যই লেখা হয়েছিলো। শুধু মধ্যবয়সী যুগল বলে সেখানে অক্ষয় কুমার এসেছেন, আর কি চমৎকার রসায়ন- বহুদিন পর অক্ষয় আর কারিনার সফল একটা জুটি দেখলাম, কারিনার জন্য কামব্যাকটা দরকার ছিলো। আর অক্ষয় তো টয়লেট, প্যাডম্যানের মতো কমেডি করে ইতিমধ্যেই সিনিয়র অভিনেতাদের মাঝে তার কমিক টাইমিং এর জন্য সেরা হয়ে আছেন। এখানে সেটাকে আরও ভালোমতো প্রতিষ্ঠা করলেন। Good N Good Newwz ewwz এর প্রথম ভাগ পুরোটাই মাতিয়ে রাখলেন তিনি।

#𝙱𝚎𝚜𝚝_𝙱𝚘𝚕𝚕𝚢𝚠𝚘𝚘𝚍_𝙲𝚘𝚖𝚎𝚍𝚒𝚎𝚜_𝚘𝚏_𝟸0𝟷𝟿 


তারপর দ্বিতীয়ার্ধে দালজিত আর কিয়ারা আসার পর কমেডি দুই ধাপ উপরে যাওয়ার কথা। সেটা গেছে ঠিকই, কিন্তু সেসাথে বাড়াবাড়িও হয়ে গেছে, যা শুধু হিন্দি সিনেমাতেই সম্ভব। সুন্দরী দুই নায়িকার বায়ু নির্গমন নিয়ে দুই পুরুষ মজা করছে, এমনটা বলিউডে কখনো দেখিনি! চারজনই দারুণ উপভোগ করে অভিনয় করেছে বোঝা যায়। তবে দ্বিতীয় যুগলের ক্ষেত্রে এই পাঞ্জাবি দিক না এনে স্বাভাবিক আরেকটা যুগল দেখালে মুভিটা দারুণ কিছু হতো। কিন্তু নির্মাতাদের এখানে সংস্কৃতি কপচাইতে হবে। এরপরেও মুভির ফ্রেশনেস, দারুণ সংলাপ আর কমিক টাইমিং এর কারণে মজাদার ছিলো সবসময়। কিন্তু তথাকথিত এবং প্রেডিক্টেবল। বিশেষ করে শেষ ২০ মিনিট পুরাই করন জোহারের কাভি খুশি কাভি গাম লেভেলের মেলো ড্রামা। মজার ব্যাপার হচ্ছে মুভির শেষের আইটেম সং এ দেখি করন জোহার নাচছেন। প্রথমার্ধ Vicky Donor লেভেলের দুর্দান্ত হওয়ার পরে দ্বিতীয়ার্ধ বাংলা সিনেমা হলে আপাদমস্তক খুব ফ্রেশ একটা কমেডি ছিলো গুড নিউজ। যা বিশেষ করে বিবাহিত দম্পতিরা সবচেয়ে বেশি রিলেট করতে পারবে। চমৎকার শিক্ষণীয় একটা মজার ছবি। আমার গ্রেডিংঃ B+

No comments

Powered by Blogger.