Jersey (2019 Flim)
Jersey (2019 Flim)
Jersey (2019 flim) |
★Directed by⏩ Gowtham Tinnanuri
★Produced by⏩ Suryadevara Naga Vamsi
★Screenplay by⏩ Gowtham Tinnanuri
★Starring: Cast :⏩ Nani as Arjun , Shraddha Srinath as Sarah ! And many more ....
★Music by⏩ Anirudh Ravichander
★Cinematography⏩ Sanu Varghese
★Edited by⏩ Navin Nooli
★Production company⏩ Sithara Entertainments
★Release date⏩ 19 April 2019
★Imdb ⏩ 8.8/10
★Running time⏩ 150 minutes
★Country⏩ India
★Language⏩ Telugu
Jersey
এটা শুধু একটা নাম নয় , এখানে লুকিয়ে আছে একটি বাবার অনুভূতি, বাবার প্রতি ছেলের ভালবাসা , স্ত্রীর প্রতি স্বামীর ভালবাসা,
বিশ্বাস, বন্ধুত্বের দৃঢ়তা, খেলোয়াড়ের প্রতি কোচের আস্থা । এবং সবশেষে হাজারো চেষ্টা করে হাল ছেড়ে দেওয়া এবং পরে পরাজিত থেকে জয় অর্জনের একটি কাহিনী ।
বিশ্বাস, বন্ধুত্বের দৃঢ়তা, খেলোয়াড়ের প্রতি কোচের আস্থা । এবং সবশেষে হাজারো চেষ্টা করে হাল ছেড়ে দেওয়া এবং পরে পরাজিত থেকে জয় অর্জনের একটি কাহিনী ।
প্লট : মূলত কাহিনীটি একটি ক্রিকেট প্রেমীর । অর্জুনের । আর্জুন খুব অসাধারণ ক্রিকেট খেলত।
সে অনেক কষ্ট করে রঞ্চি প্লেয়ার থেকে হায়দ্রাবাদ ক্রিকেট টিমে খেলে ইন্ডিয়া নেশনাল টিমের হয়ে খেলতে চায় ।
কিন্তু শেষ মুহূর্তে আত্মীয়তাপ্রেমি করে আর্জুনের বদলে অন্য একজনকে নেয় ।
পরে সে একটি সরকারি চাকরিতে ঢুকে।
ক্রিকেট খেলার সময় আর্জুন একজনকে ভালোবাসতো ।
সারাহ । সারাহ তার পরিবার থেকে আলাদা হয়ে অার্জুনের সাথে বিয়ে করে এবং সুখে থাকে । কিন্তু হঠাৎ অর্জুন এর চাকরি চলে যায় ।
সারা পরিবার চালাতে চাকরি শুরু করে । ন্যানি আর্জুনের ছেলে । ন্যানি ক্রিকেট ক্লাবে প্রাকটিস করত । বিশালকে ( ন্যানির বন্ধু ) ক্রিকেট ক্লাবের ক্যাপ্টেন দিলে ন্যানি মনে করে বিশালের কাছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের জার্সি থাকায় তাকে ক্যাপ্টেন দিয়েছে ।
এজন্য ন্যানি অার্জুনের কাছে বায়না করে তাকে ক্রিকেট টিমের জার্সি কিনে দিতে ।
আর্জুন অনেক কষ্ট করে কিন্তু ক্রিকেট জার্সির জন্য টাকা জোগাড় করতে পারে না ।
এরই মধ্যে রঞ্চি টিমের কোচ আর্জুনকে আবার ক্রিকেট টিমে নেওয়ার জন্য কথা বলে ।
আর্জুন ক্রিকেট জার্সি কিনার জন্য ক্রিকেট টিমে এক্স রঞ্চি পেয়ার হিসেবে যোগ দেয় । এখন অর্জুন কি পারবে সিলেক্ট হতে নাকি আগের মতই ব্যার্থ হবে এবং ন্যানিকে তার জার্সি টা কিনে দিতে পারবে ?
সে অনেক কষ্ট করে রঞ্চি প্লেয়ার থেকে হায়দ্রাবাদ ক্রিকেট টিমে খেলে ইন্ডিয়া নেশনাল টিমের হয়ে খেলতে চায় ।
কিন্তু শেষ মুহূর্তে আত্মীয়তাপ্রেমি করে আর্জুনের বদলে অন্য একজনকে নেয় ।
পরে সে একটি সরকারি চাকরিতে ঢুকে।
ক্রিকেট খেলার সময় আর্জুন একজনকে ভালোবাসতো ।
সারাহ । সারাহ তার পরিবার থেকে আলাদা হয়ে অার্জুনের সাথে বিয়ে করে এবং সুখে থাকে । কিন্তু হঠাৎ অর্জুন এর চাকরি চলে যায় ।
সারা পরিবার চালাতে চাকরি শুরু করে । ন্যানি আর্জুনের ছেলে । ন্যানি ক্রিকেট ক্লাবে প্রাকটিস করত । বিশালকে ( ন্যানির বন্ধু ) ক্রিকেট ক্লাবের ক্যাপ্টেন দিলে ন্যানি মনে করে বিশালের কাছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের জার্সি থাকায় তাকে ক্যাপ্টেন দিয়েছে ।
এজন্য ন্যানি অার্জুনের কাছে বায়না করে তাকে ক্রিকেট টিমের জার্সি কিনে দিতে ।
আর্জুন অনেক কষ্ট করে কিন্তু ক্রিকেট জার্সির জন্য টাকা জোগাড় করতে পারে না ।
এরই মধ্যে রঞ্চি টিমের কোচ আর্জুনকে আবার ক্রিকেট টিমে নেওয়ার জন্য কথা বলে ।
আর্জুন ক্রিকেট জার্সি কিনার জন্য ক্রিকেট টিমে এক্স রঞ্চি পেয়ার হিসেবে যোগ দেয় । এখন অর্জুন কি পারবে সিলেক্ট হতে নাকি আগের মতই ব্যার্থ হবে এবং ন্যানিকে তার জার্সি টা কিনে দিতে পারবে ?
বরাবরের মতো নানী তার সর্বোচ্চ পারফরম্যান্স এই মুভিতে দিয়েছে । এবং শ্রদ্ধার ব্যাপারেও কোনো কিছু বলার নেই ।
তারা দুজনেই বেস্ট পারফরমেন্স দিয়েছে । আর মুভিটিতে সবথেকে ভালোলাগার ক্যারেক্টার ছিল পিচ্চিটা । এত ছোট বয়সে এত ভাল অ্যাক্টিং ❤ মুভিতে️ ইমোশনাল সিনগুলো কাঁদিয়ে ছাড়বে । ট্রেনের সিনটা অসম্ভব ভালো ছিল । ❤️
তারা দুজনেই বেস্ট পারফরমেন্স দিয়েছে । আর মুভিটিতে সবথেকে ভালোলাগার ক্যারেক্টার ছিল পিচ্চিটা । এত ছোট বয়সে এত ভাল অ্যাক্টিং ❤ মুভিতে️ ইমোশনাল সিনগুলো কাঁদিয়ে ছাড়বে । ট্রেনের সিনটা অসম্ভব ভালো ছিল । ❤️
No comments