Header Ads

Header ADS

Bombshell movie Review

Bombshell movie Review 


Bombshell Movie 2019 ( 1 Oscar win)  


Bombshell 2019 (1 Oscar win)

Bombshell 2019 (1 Oscar win) 



Movie: Bombshell 
IMDb Ratings: 6.8/10 
Genres: Drama, 1h 49m
Language: English
Director:  Ray Roach
Rotten Tomatoes: 70%
Metacritic: 64% 

সেক্স কখনোই কোনো খারাপ জিনিস নয়। কিন্তু জীবনে সেক্সুয়ালি হ্যারেজ হয়নি এমন মানুষের সংখ্যা কম। বরং সংখ্যা বেশী সেক্সুয়ালি যারা হ্যারেজমেন্ট হয়েছে,তাদের। এই সেক্সুয়ালি হ্যারেজমেন্টের সত্য গল্প নিয়ে আমার দেখা দুটি সিনেমা..

Bombshell-   

বোম্বশ্যাল ২০১৯ এ রিলিজ হওয়া একটা মুভি। মুভির মূল প্রেক্ষাপট অ্যামেরিকান মিডিয়া প্রতিষ্ঠান ফক্স মিডিয়াকে নিয়ে। সেখানে জব করা নারীদেরকে কেমন সেক্সুয়াল হ্যারেজমেন্টের মধ্য দিয়ে যেতে হয়েছে এবং কীভাবে তারা রেহাই পেলো,সেই গল্প। যখন শুনবেন,মুভিটা একটা সত্যিকারের কাহিনী নিয়ে তৈরী এবং এরমধ্যে ট্রাম্পের নাম ও আসবে,তখন ট্রাম্পের প্রতি শুধু ঘৃণাই প্রকাশ পাবে। সেক্সুয়াল হ্যারেজমেন্টের পর কেউই সাধারণত মুখ খুলতে চায়না লোকলজ্জার ভয়ে এবং চাকরি চলে যাবার ভয়ে। এই ভীতু মানুষগুলো যখন মুখ খুললো,বেরিয়ে আসলো ভীষণ নোংরা কিছু গল্প। যেকোনো মেয়েই নিঃশ্চয়ই এই মুভিটা দেখতে চাইবে।  Charliez Theron,Nicolas Kidman,Margot Robbie তিনজনই দারুণ অভিনয় করেছে। যার মধ্যে দুজন অস্কার নমিনিশন পেয়েছিলো। এই মুভির আইএমডিবি রেটিং কিছুটা কম। বিষয়টা ভেবে দেখলাম যে,পুরো মুভিতে বেশকিছু রাজনৈতিক ব্যাপার স্যাপার আছে। আর অ্যামেরিকানরা তাদের রাজনীতি নিয়ে সচেতন। তারা যতোটা সভ্য হিসেবে নিজেদের জাহির করে,ততোটাও সভ্য না তারা। ইচ্ছে হলে দেখতে পারেন,মুভিটা বেশ ভালোলেগেছে।

Bombshell 2019 (1 Oscar win) 


Spotlight- এই দুটো মুভির মধ্যে কম্প্যায়ার করলে স্পটলাইট আগায়ে থাকবে সবকিছুতেই। এই মুভির গল্পটা আরো বিভৎস। যখন চার্চের ফাদার এবং ব্রাদারদের নামে একে একে ধর্ষণের অভিযোগ আসে,সেটাকে খুব সতর্কভাবে চার্চ কর্তৃপক্ষ সামাল দেয়। কিন্তু বিচার কখনোই হয়নি। যারা ধর্ষিত হয়েছে,তারা সবাই প্রায় বাচ্চা! ধর্ম নিয়ে ছিনিমিনি খেলেছিলো ফাদাররা। তদন্তে কেউই সাহায্য করতে চায়না এই স্পটলাইট নামের পত্রিকাকে। কারণ,ধর্মের বিষয় গোপন থাকাই ভালো! কিন্তু যতোই মুভি আগায়,ততই যেন গা গুলায়ে উঠে। মানুষের রুচি কতো খারাপ! অনেকেই মুখ খোলা শুরু করে। এই সিনেমাটা মাস্টারপিস সন্দেহ ছাড়াই। খুব সম্ভবত অস্কার পেয়েছিলো বেস্ট পিকচার ক্যাটাগরিতে। সব বাঘা বাঘা অভিনেতা আছে এই মুভিতে। চুপ করে পড়ে থাকলেই যে হ্যারেজমেন্টের সমাধান হয়না,এটা বেশ ভালোভাবে অনুধাবন করলাম। একটা ডায়ালগ মনে গেঁথে যায়,"আমরা তো ফাদারদের ঈশ্বরের চোখ দেখতাম। ফাদার যদি বলতো,ময়লাটা বাইরে ফেলে আসো। মনে হতো,স্বয়ং ঈশ্বর আমার কাছে সাহায্য চাইছেন।" মুভিটা দেখতে পারেন। অন্তত মার্ক রাফেলো (হাল্কের) জন্য হলেও দেখতে পারেন। আইএমডিবি,রোটেন টমেটোস দুটোই অনেক হাই। 😴

No comments

Powered by Blogger.