96 Movie Review
Movie name: 96
Movie: 96 |
IMDb Ratings: 8.7/10
Genres: Drama, Romance
Language: Tamil, Hindi
জীবনে কাউকে নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছেন? তাকে মনের কথা কখনো বলতেই পারেন নি?
ওই মানুষটার জন্যই সারাজীবন একেলা থাকার কথা ভাবতে পারেন?
জীবনের কোন এক বাঁকে তার সাথে দেখা হয়ে গেলে কি নিজেকে সামলাতে পারবেন? বা আপনার না বলা ভালোবাসার কথা যখন সে জানতে পারে সে কি পারবে নিজেকে সামলাতে?
Movie: 96
আমি সাধারণত কাঁদি না।কান্না আসে না আমার। তার মানে এই না যে আমি একেবারেই কাঁদি না।
কাঁদি না বললাম এই কারনে যে,গত দুই বছরে শত বিপদ আর কষ্টের মাঝেও আমার কান্না আসে নি।
এর মাঝে আমি অসংখ্য বার আমার মাকে কাঁদতে দেখেছি,বাবাকে প্রচন্ড কষ্টের মাঝে দেখেছি এবং নিজেও ভয়ানক সময় অতিবাহিত করেছি।
প্রিয় মানুষগুলোও যখন ছেড়ে গেছে আমাকে তখনো কাঁদি নি।
তাহলে এই পোস্ট কেন?? কারন আছে।আমিও কাঁদি.....
Movie: 96
মুভিটার শেষের ৩০ মিনিট দেখে হাউমাউ করে কেঁদেছি।মুভি শেষ হওয়ার পরও কাঁদছিলাম আমি।
আমি যেন আমার আমিকেই দেখতে পাচ্ছিলাম মুভিটির ভেতর। তারপর গত বছরের শেষ নাগাদ দেখলাম এটার হিন্দি ডাবড বের হয়েছে।সবাইকে তখন দেখলাম এটা নিয়ে খুব মাতামাতি করতেসে।মাত্র ৪ দিনেই ইউটিউবে প্রায় ৫ মিলিয়নের বেশি ভিউও হয়ে গিয়েছিলো।
কিন্তু ২য় বার দেখার মত আর সাহস হয় নি আমার।
কিছু কিছু মুভি বাস্তবের চেয়ে বেশি বাস্তব হয়ে যায়। কিছু কিছু মুভি দেখলে মনেহয়,সরাসরি কোন মানুষের জীবন থেকে কপি পেস্ট করা হয়েছে।
’96 কে আমার সেই ধরনের মুভি মনেহয়।
অভিনয়ঃ
মুভিটির কেন্দ্রীয় পুরুষ চরিত্রে অভিনয় করেছেন সেথুপতি। যদিও উনার হিট মুভির সংখ্যা খুব কম কিন্তু Vikram Vedha দেখার পর আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এই মুভিতেও তিনি তার সেরাটা দিয়েছেন।
তৃশার (নারী চরিত্র/নায়িকা)ক্ষেত্রেও একই কথা।তার কয়েকটি মাসালা মুভি দেখেছি।অক্ষয় কুমারের সাথে Khatta Mittha মুভিতেও অভিনয় করেছেন।আমি মনেকরি তার ক্যারিয়ার শেষে সেরা চলচ্চিত্রের তালিকায় এটি স্থান করে নিবে।
কাকে যেন বলতে শুনেছিলাম, "মারা গেছি সেই ২৫ বছরেই কিন্তু দাফন হবো হয়ত আরো ৫০ বছর পর।"
'96 কোন মুভি না। '96 মুভি মৃত আত্মা বয়ে বেড়ানো জীবিত মানুষদের গল্প।
No comments