Spider-man:Into the Spider-verse
Spider-man:Into the Spider-verse
Movie name: Spider-man:Into the Spider-verse
Spider-man:Into the Spider-verse |
Genre: Fantasy,Sci Fi,Animation
Industry:Marvel and Sony
এটা হলো সেই বিখ্যাত মুভি যার জন্য মার্ভেল আর সনির মধ্যে এতো ঝামেলা হলো।
যাই হোক,মুভির রিভিউ দিতে আসছি,রিভিউ দিয়ে চলে যাই,মার্ভেল যে মাল্টিভার্সের কন্সেপ্টটা আস্তে আস্তে গড়ে তুলছিলো এই মুভিতে সেই পুরো কন্সেপ্ট নিয়েই কাহিনি বানিয়ে ফেলছে,কাহিনিটা হলো,
Spider-man:Into the Spider-verse
টিনএজার একটা ছেলে মাইলস্, তাকে দিয়েই এই কাহিনি শুরু হয়। সে ছিলো খুব বেপোরয়া একটা ছেলে,লুকিয়ে লুকিয়ে সাবওয়েতে স্প্রে দিয়ে ছবি আকতো।সেই সাবওয়ের পাশে একটা ল্যাবরেটরি ছিল,সেখানে ডক্টর কিংপিন ডাইমেনশন নিয়ে এক্সপেরিমেন্ট করতে করতে অন্য একটা ডাইমেনশন খুলে যায়,সেই ডাইমেনশনের রেডিয়ো এক্টিভ স্পাইডার মাইলসকে কামড় দেয়,সেই একই স্টরি সেও স্পাইডারম্যান হয়ে যায়।
তবে কিংপিনের এক্সপেরিমেন্ট বিপজ্জনক ছিলো,অন্যান্য ডাইমেনশন আসল ডাইমেনশনের উপর ক্রাশ করছিলো,আসল ওয়াল্ডের স্পাইডারম্যান কিংপিনকে আটকাতে আসে, এসে দেখা হয় মাইলসের সাথে। স্পাইডারম্যান তার স্পাইডার সেন্স দিয়ে বুঝতে পারে, মাইলসেরও তার মতো স্পাইডার সেন্স আছে,ততক্ষনাত সে বুঝে যায় ব্যপারটা কিন্তু........
কাহিনি আর বলছি না,কাহিনি জানতে চাইলে দেখে নেবেন মুভিটা।
Spider-man:Into the Spider-verse
মুভিটা এককথায় অসাধারণ বলব না তবে কাহিনি ফাস্ট ক্লাস ছিলো,তবে কাহিনির মেইন টুইস্ট হলো ডাইমেনশন ক্র্যাকের জন্য বিভিন্ন ডাইমেনশন থেকে স্পাইডারম্যানের আগমণ ঘটে, এনিমে ওয়াল্ডের স্পাইডারম্যান,কার্টুন ওয়াল্ডের স্পাইডারম্যান,ব্ল্যাক আন্ড হোয়াইট ওয়াল্ডের স্পাইডারম্যান,তারা সবাই তাদের নিজেদের টেকনিক ব্যবহার করে মেইন ভিলেনের সাথে ফাইট করে,এই পার্টটা সত্যি খুব ফানি আর ভালো ছিলো😂😂😂
পরিশেষে কি আর বলবো,পারসোনাল রেটিংটা দিয়ে যাইঃ ৭/১০
No comments